মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

News Sundarban.com :
আগস্ট ৫, ২০২০
news-image

রামমন্দিরের ভূমিপূজায় উপস্থিত থেকে ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকাল সাড়ে ১১টায় সাদা সিল্কের কুর্তা আর ধুতি পরে অযোধ্যায় নামেন তিনি। তাকে অভ্যর্থনা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। পূজার শুরুতে ৪০ কেজি রুপার ইট পুঁতে রামমন্দির নির্মাণের সূচনা করেন তিনি। মোট নয়টি শিলগ্রাম শিলার পুজা চলবে অযোধ্যার মন্দির নির্মাণস্থলে।

১৯৯০ সালে রামমন্দির আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ছিলেন নরেন্দ্র মোদি। তিন দশক পর মন্দির নির্মাণের প্রথম ইট পুঁতলেন। অংশ নিলেন ভূমিপূজায়। অযোধ্যায় নেমে হনুমানগঢ়হি মন্দির পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ১০ মিনিট ওখানে থাকার পর যান ভূমিপূজার অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধানসহ বাবরি মসজিদ জমি মামলার অন্যতম আবেদনকারী ইকবাল আনসারি।

দুই প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি ও মুরলীমনোহর যোশী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই পূজা দেখেন। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। –  এনডিটিভি ও ‍নিউজ এইটিন