শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাবাগানে বিষমদ পান, মৃত ৬৬

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২৩, ২০১৯
news-image

৩৯ জন চাবাগান কর্মীর মৃত্যু ইতিমধ্যেই হয়েছে অসমের গোলাঘাট জেলায়। এরপর জানা যায়, মোট ৬৬ জন চাবাগন কর্মীর মৃত্যু হয়েছে অসমে। বিষমদ পানের জেরে এই মৃত্যু বলে খবর। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে সরকার।

উত্তর ভারতে বিষমদ কাণ্ডে ১০০ জনের মৃত্যুর খবরের দুই সপ্তাহ কাটতে না কাটতেই ফের একবার একই কারণে মৃত্যু সংবাদ অসম থেকে উঠে আসতে থাকে। রাজধানী গুয়াহাটির থেকে ৩১০ কিলোমিটার দূরের চাবাগানে বিষমদ পান করে মৃত্যু হয়েছে ৭ জন মহিলার। আর সবমিলিয়ে মৃতদের সংখ্য়া এপর্যন্ত পৌঁছেছে৬৬ জনে।

স্থানীয়দের দাবি এক গ্লাস মদ ১০ থেকে ২০ টাকায়বিক্রি হয় চা বাগান এলাকায়। আর সেই মদের লোভেই ঘটে গিয়েছে এই সর্বানাশ। এদিকে, গোলাঘাটের ডেপুটি কমিশনর জানিয়েছেন, ঘটনার তদন্তে নেমেছে অসম পুলিশ। কিছুতেই অপরা