শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নাগরিকত্ব বিল নিয়ে বিতর্ক উসকে দিলেন রূপা

News Sundarban.com :
আগস্ট ২২, ২০১৮
news-image

নাগরিকত্ব বিল নিয়ে বিতর্ক উসকে জবাব রূপার । তিনি বলেন, হিন্দুরা বাদে বৌদ্ধ, জৈনরাও এদেশে উদ্বাস্তু। কারণ এরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এদেশে এসেছেন। তাঁর দাবি, বাংলাদেশ মুসলমানদের জায়গা। আর ভারতের পশ্চিমবঙ্গ হিন্দুদের স্থান। দেশ ভাগের পর পাকিস্তান মুসলমানদের দেশ হয়েছিল। তাই বাংলাদেশ মুসলমানদের দেশ, ভারতের অংশে থাকা বাংলা হিন্দুদের। সেইসময়ে বহু হিন্দু বাংলাদেশ থেকে ভারতে ফিরে এসেছিলেন।
রূপার আসল প্রেক্ষিত হল অসমের জাতীয় নাগরিক পঞ্জীকরণ ইস্যু। যেখানে ৪০ লক্ষ নাগরিকের নাম বাদ দেওয়া হয়েছে। এবং তার বেশিরভাগই বাঙালি বলে বিরোধীরা অভিযোগ তুলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন, এর মধ্যে ২৫ লক্ষ বাঙালি হিন্দু ও ১৩ লক্ষ বাঙালি মুসলমানের নাম বাদ গিয়েছে। বাকী ২ লক্ষের মধ্যে রয়েছে বিহারি ও নেপালি সহ অন্যান্যরা। কেন্দ্র এভাবে নাগরিকপঞ্জীর নামে নাম বাদ দিলে অশান্তি হতে পারে বলে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন। সেই প্রেক্ষিতে রূপা মমতাকে তীব্র আক্রমণ শানিয়েছেন। তাঁর পাল্টা বক্তব্য, মুখ্যমন্ত্রী কি জানেন, বাংলায় কত অবৈধ অনুপ্রবেশকারী রয়েছেন? অমিত শাহ কলকাতায় সভা করে জাতীয় নাগরিকপঞ্জী ইস্যুতে রাজ্য সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানান। আগামিদিনে সেটাই যে এরাজ্যে বিজেপির রণকৌশল হতে চলেছে তা এদিন রূপা এ ক্থাও বলেন।