শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুস্থ আছেন দিলচাঁদ

News Sundarban.com :
মে ২৪, ২০১৮
news-image

সুস্থ আছেন দিলচাঁদ। অসাধ্য সাধন করেছেন কলকাতার বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। সোমবার সাড়ে ছ’ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচারে এসেছে সাফল্য। পূর্ব ভারতে প্রথম হৃৎপিণ্ড প্রতিস্থাপনে রেকর্ড গড়েছে কলকাতা। ঝাড়খণ্ডের দেওঘরের বাসিন্দা দিলচাঁদ সিংকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিয়েছেন ব্রেন ডেথ হওয়া বেঙ্গালুরুর একুশ বছরের বরুণ ডি কে।তাঁর হৃদস্পন্দন স্বাভাবিক। কড়া পর্যবেক্ষণেই হৃদপিণ্ড প্রতিস্থাপনের পরও ৯৬ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাকে৷ সাড়া দিয়েছে সব চিকিৎসায়৷ তবে এখনও পুরোপুরি নিশ্চিন্ত হচ্ছেন না তাঁর চিকিৎসকরা৷ ‘সদ্য প্রতিস্থাপিত হৃদপিণ্ড শরীর মেনে নিচ্ছে কিনা সেটাই এখন দেখার৷ এই সময় শরীরে সংক্রমণের ভয়ও থাকে তাই লাগাতার পর্যবেক্ষণ চলবে৷। চিকিৎসায় যেভাবে দ্রুত সাড়া দিচ্ছেন দিলচাঁদ, সোমবারই দিলচাঁদ সিং-এর হৃদপিণ্ড প্রতিস্থাপন হয়।হাসপাতাল সূত্রে খবর, ফিজিওথেরাপির পর হুইল চেয়ারে করে কিছুটা ঘোরানো হবে তাঁকে। প্রয়োজনে হাঁটানোও হতে পারে। সবকিছু ঠিক থাকলে আজই আইসিইউ থেকে সরিয়ে দিলচাঁদকে সার্জিকাল আইসোলেশন ওয়ার্ডে দেওয়া হবে। তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছে।সবঠিক থাকলে আগামী সপ্তাহে ছুটি দেওয়া হতে পারে তাঁকে।