সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নারী সুরক্ষায় আরো এক ধাপ এগিয়ে গেল রাজ্য

News Sundarban.com :
মে ১৯, ২০১৮
news-image

নারী সুরক্ষায় আরো এক ধাপ এগিয়ে গেল রাজ্য। রাজ্য সরকার নারী সুরক্ষায় নয়া উদ্দ্যগ নিল। আসলে কলকাতা আছে কলকাতাতেই। নারী পরিচয়কে নিরাপত্তা দিতে এ শহর উদ্যোগী হয়েছে বারবার। ভিক্টোরিয়া মেমোরিয়ালে বসল স্যানিটরি ন্যাপকিন ডিসপেনসিং মেশিন। মহিলাদের ঋতুকালীন সময়ে হঠাৎ প্রয়োজন মেটাতে এই সিদ্ধান্ত ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের। এই প্রথম দেশের কোনও জাতীয় স্মৃতিসৌধে বসানো হয়েছে স্যানিটরি ন্যাপকিন ডিসপেনসিং মেশিন। দেশি বা বিদেশি মহিলাদের পর্যটকদের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের।৫৭ একরের জমিতে তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়াল। শ্বেতপাথরের স্মৃতি সৌধ দেখতে বছরে গড়ে ৩৬ লক্ষ পর্যটক আসেন। যাঁদের মধ্যে ১৫ লক্ষ মহিলা, প্রতিদিন আসেন ৩০-৪০ হাজার মহিলা মহিলাদের হঠাৎ প্রয়োজনে মুশকিল আসান করতেই উদ্যোগী কর্তৃপক্ষ। ৩০ এপ্রিল বসেছে স্যানিটরি ন্যাপকিন ডিসপেনসিং মেশিন।মহিলা শৌচালয়গুলিকে আরও উন্নত ও পরিষ্কার করা হয়েছে। বসানো হয়েছে স্যানিটারি ন্যাপকিন ডিসপেনসিং মেশিন, বিনামূল্যে ৩টি স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট, পরে সামান্য খরচে মিলবে ন্যাপকিন। এই প্রথম দেশের কোনও জাতীয় স্মৃতিসৌধের এধরনের উদ্যোগে খুশি মহিলারাও। মূল লক্ষ্য ভিক্টোরিয়া মেমোরিয়ালকে মহিলা ও শিশুবান্ধব করা।