বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যোগ্যতম মহিলাকে ডি-লিট সম্মান দেওয়া হচ্ছে :পার্থ চট্টোপাধ্যায়

News Sundarban.com :
অক্টোবর ২৯, ২০১৭
news-image

“যোগ্যতম মহিলাকে ডি-লিট সম্মান দেওয়া হচ্ছে। এটা কোনও স্তাবকতা নয়। ৭০টির উপর বই লিখেছেন।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি-লিট দেওয়া প্রসঙ্গে শনিবার একথা জানালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এর আগে তাঁকে সাম্মানিক ডি-লিট সম্মানে ভূষিত করার কথা জানায় কলকাতা বিশ্ববিদ্যালয়।
আগামী বছরের ১১ জানুয়ারি মুখ্যমন্ত্রীকে ওই সম্মানে সম্মানিত করা হবে। তিনি ওই সম্মান গ্রহণ করতে রাজি হয়েছেন বলে জানা গিয়েছে। আর এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিরোধীরা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “মুখ্যমন্ত্রী থাকাকালীন কাউকে ডি-লিট উপাধি দেওয়া হচ্ছে বা তিনি নিচ্ছেন এ ঘটনা বিরল। রাজ্যের পাশাপাশি দেশেও কখনও এরকম ঘটনা আগে ঘটেনি। শিক্ষানুরাগী যে কোনও মানুষ কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হবেন। এর প্রতিবাদের কোনও ভাষা নেই।” সম্মান দেওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরিও।
বিরোধীদের সমালোচনা প্রসঙ্গে শনিবার পার্থবাবু বলেন, “খুব ভাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যোগ্যতম মহিলাকে ডি-লিট সম্মান দেওয়া হচ্ছে।