শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামীকাল ১৬ মে ফের পুনর্নির্বাচন

News Sundarban.com :
মে ১৫, ২০১৮
news-image

অশান্তির বাতাবরণেই গতকাল ১৪ মে সম্পন্ন হয় এবারের পঞ্চায়েত ভোট। গতকাল সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হতে না হতেই আসতে থাকে একের পর এক হিংসার খবর ৷ কোথাও বুথ দখল করে চলে ছাপ্পা ভোট, কোথাও আবার ব্যালেট বক্সে আগুন ৷ সরকারি হিসেব বলছে, ভোট চলাকালীন সংঘর্ষের জেরে মৃত্যু হয় ১৮ জনের ৷
আগামীকাল ১৬ মে ফের পুনর্নির্বাচন ৷বুধবার রাজ্যের মোট ৫৬৮ বুথে তৃস্তর পঞ্চায়েতের পুনর্নির্বাচন হবে বলে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের জেলা পর্যবেক্ষকদের (অবজার্ভার) রিপোর্টের ভিত্তিতেই এই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দাবি কমিশনের। পর্যবেক্ষকদের রিপোর্ট আসার পর স্ক্রুটিনি করা হয় এবং তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সব জেলায় পুনর্নির্বাচন হচ্ছে।
হুগলী-১০, পশ্চিম মেদিনীপুর-২৮, জলপাইগুড়ি-০৫, কোচবিহার-৫২ ,মুর্শিদাবাদ-৬৩, পুরুলিয়া-০৭, নদিয়া-৬০ ,দক্ষিণদিনাজপুর-৩৫, পশ্চিম বর্ধমান-৩ ,উত্তর ২৪ পরগনা-৫৯, মালদা-৫৫, বীরভূম-৬, বাঁকুড়া-৫, উত্তর দিনাজপুর-৭৩ ,দক্ষিণ ২৪ পরগনা-২৬ ,পূর্ব মেদিনীপুর-২৩
আলিপুরদুয়ার -২, পূর্ব বর্ধমান-১৮, হাওড়া-৮