বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের চেক দিলেন মমতা

News Sundarban.com :
জুন ৭, ২০২৩
news-image

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ক্ষতিগ্রস্তদের জন্য এই চেক দেওয়া হয়।নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের পরিবারের হাতে ১ লক্ষ টাকা, অল্প আহতদের ৫০ হাজার টাকা এবং দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের পরিযায়ী যাত্রীদের হাতে ১০,০০০ হাজার টাকা এদিন দেওয়া হয়।মুখ্যমন্ত্রী বলেন, ‘এখনও পর্যন্ত রাজ্যের ১০৩ জন মৃতের মধ্যে ৮৬ জনের দেহ পাওয়া গেছে।

এই ৮৬ জনের পরিবারের হাতেই এদিন আর্থিক সহায়তার চেক এবং নিয়োগপত্র দেওয়া হয়েছে। একইসঙ্গে দুর্ঘটনায় যে তিনজন যাত্রীর অঙ্গহানি হয়েছে তাঁদেরও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।’মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৭২ জন আহতদের ১ লক্ষ ১০ হাজার টাকা দেওয়া ছাড়াও আগামী তিন মাস দু’হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। ৬৩৫ জন অল্প আহতকে ৬০ হাজার টাকা দেওয়া ছাড়াও আগামী তিন মাস দু’হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।