শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নীরব মোদি ও মেহুল চোকসির বিরুদ্ধে মুম্বই সিবিআই আদালত জামিন অযোগ্য পরোয়ানা জারি করল

News Sundarban.com :
এপ্রিল ৮, ২০১৮
news-image

পিএনবি কাণ্ডে মূল অভিযুক্ত নীরব মোদি ও মেহুল চোকসির বিরুদ্ধে মুম্বই সিবিআই আদালত জামিন অযোগ্য পরোয়ানা জারি করল ৷ কিছুদিন আগেই আদালতে এর জন্য আবেদন জানিয়েছিল সিবিআই। তাতেই আজ সিলমোহর দিলেন বিচারক। নীরব মোদি এবং মেহুল চোকসির বিরুদ্ধে তদন্তে সহযোগিতা না করার অভিযোগ করেছিলেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। একাধিকবার তাঁদের ইমেল করে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছিল। কিন্তু প্রতিবারই তাঁরা তদন্তকারীদের ফিরিয়ে দিয়েছেন। এবং তদন্তে সহযোগিতা করতে পারবেন না বলে জানিয়েছেন। ইতিমধ্যেই ইন্টারপোলের কাছে দুই অভিযুক্তের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির আবেদন জানিয়েছে সিবিআই। কিন্তু তা কতটা কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয়।
জানুয়ারিতে দেশ ছাড়ার পর থেকে এই দুজ্ন কোথায় রয়েছে তা এখনও জানতে পারেনি সিবিআই। এদিকে ইমেল মারফৎ জবাব দিয়ে যাচ্ছেন তাঁরা। ইতিমধ্যেই মেহুল চোকসি এবং নীরব মোদির পাসপোর্ট বাতিল করা হয়েছে। নীরব হংকংয়ে থাকতে পারেন আন্দাজ করে সেখানকার সরকারকে তাঁকে গ্রেপ্তারের জন্য আবেদন করেছে বিদেশমন্ত্রক। কিন্তু এখনও পর্যন্ত তাঁদের কাছ থেকে কোনও সদুত্তর মেলেনি। ১৩,০০০ কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতির পর অনেকটা বিজয় মালিয়ার ধাঁচেই বহাল তবিয়তে আত্মগোপন করে রয়েছেন নীরব মোদি ও মেহুল চোকসি।