শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সিভিক ভলেন্টিয়ারদের সৌজন্যে হারিয়ে যাওয়া ব্যাঙ্কের পাশবই পেলেন জনৈক ব্যাক্তি

News Sundarban.com :
মার্চ ৬, ২০১৮
news-image

হারিয়ে যাওয়া একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের পাশ বই ফেরত পেলেন এক ব্যাক্তি।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বার বিকালে ক্যানিং বাসষ্ট্যান্ডে।এদিন ক্যানিং থানার তিনজন সিভিক ভলেন্টিয়ার অরূপ কয়াল,শঙ্কর সরদার,সুমিত পান্ডা কর্তব্যরত অবস্থায় ক্যানিং বাসষ্ট্যান্ড থেকে একটি ব্যাঙ্কের পাশবই কুড়িয়ে পায়।পাশবই পেয়ে হতবাক তিনজন সিভিক ভলেন্টিয়ার ।পাশ বইতে প্রায় দেড় লক্ষাধিক টাকা আছে। বইটি কি করবে ভেবেই চিন্তিত হয়ে পড়ে তিনজন। অবশেষে তিনজন আলোচনা করে ব্যাঙ্কের বইয়ে থাকা মোবাইল নম্বর থেকে জনৈক ব্যাক্তি সুরেশ গুপ্তাকে ফোন করে।
ফোন পেয়ে হন্তদন্ত হয়ে ক্যানিং বাসষ্ট্যান্ডে কর্তব্যরত সিভিকদের সাথে যোগাযোগ করলে তাঁরা সুরেশ গুপ্তার হতে হারিয়ে যাওয়া ব্যাঙ্কের পাশবইটি তুলে দেন।
সুরেশ গুপ্তা বলেন “ব্যাঙ্কের পাশ বইটি হারিয়ে ফেলে চিন্তায় পড়ে গিয়েছিলাম। সিভিক ভলেন্টিয়ারদের সৌজ্ন্যে বই টি ফেরত পেলাম।না পেলে নানান সমস্যায় পড়ে যেতাম। ওঁদের এমন কাজের জন্য ভীষণ ভাবে কৃতঞ্জ।