শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৮ মাস ধরে বেতন না পেয়ে ধারণায় রেলের অস্থায়ী কর্মীরা

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৬, ২০১৭
news-image

বিগত ৮ মাস ধরে বেতন না পেয়ে ধারণার পথ বেছে নিলেন রেলের অস্থায়ী কর্মীরা । শুক্রবার সকালে হাওড়া স্টেশন সংলগ্ন রেল মিউজিয়াম এর পাশে ই পি টি সেন্টানের গেটের সামনে ধর্ণায় বসেন তারা। বিগত আট মাস ধরে তারা বিনা বেতনে রয়েছেন। এব্যাপারে ইতিমধ্যে তারা রেলের উচ্চপদস্থ অধিকারীদের জানিয়েছেন, তবে তাতে খুব একটা লাভ হয় নি।
এমনকি লেবার কমিশন পক্ষ থেকে রেলকে নির্দেশও দেওয়া হয়েছে, যদি বর্তমান কন্ট্রাকটার বকেয়া না মেটায় তা হলে তারা যেন শ্রমিকদের বকেয়া বেতন কেটে কন্ট্রাকটারকে পেমেন্ট করে। কিন্তু তা আজও হয়ে ওঠে নি। তাই তারা এদিন থেকে ধর্ণায় বসেছেন, এতেও যদি কোন কাজ না হয় তাহলে তারা কাজ বন্ধ করে দিতে বাধ্য হবে। আর তারা যদি কাজ বন্ধ করে দেয় তাহলে আবর্জনার স্তূপে পরিণত হবে বিশ্বের অন্যতম সেরা রেলওয়ে স্টেশন হাওড়া।