মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আর্ন্তজাতিক নারী দিবসে নাবালিকার বিয়ে রুখলো সহ পাঠীরা

News Sundarban.com :
মার্চ ৯, ২০১৮
news-image

ভালো পাত্র পেয়ে পরিবারের লোকেরা মেয়েকে পাত্রের হগতস্থ করতে চেয়েছিলেন। কিন্তু বিয়ে নয় এখনো পড়াশুনা করতে চেয়েছিল বছর সতেরোর নাবালিকা পারবীনা লস্কর। কিন্তু পাত্র হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে কার্যত মেয়ের অনিচ্ছা সত্ত্বেও আর্ন্তজাতিক নারী দিবসের দিন বৃহস্পতিবার মেয়ের বিয়ে ঠিক করেন মা মৌরজান লস্কর। বিয়ের হাত থেকে বাঁচতে তাই সহপাঠীদের সাহায্য নেয় দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিং থানার দাঁড়িয়া যমুনা লক্ষ্মী নারায়ণ হাইস্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী ওই নাবালিকা। বন্ধুর বিয়ে আটকেতে তাই চাইল্ড লাইনের হেল্পলাইনে ফোন করে পারবীনার সহপাঠীরা। খবর পেয়েই দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার পশ্চিম দাঁড়িয়া গ্রামে এসে পরিবারের লোকজনকে বুঝিয়ে আপাতত বিয়ে বন্ধ করতে সক্ষম হন চাইল্ড লাইন ও ক্যানিং থানার পুলিশ কর্মীরা।ছোট বেলাতেই বাবা মারা গিয়েছিল পারবীনার। মা ও মামাদের কাছেই মানুষ হয়েছে সে। বর্তমানে একাদশ শ্রেণীতে পাঠরতা সে। সম্প্রতি পাশের গ্রাম খোলাখালির বাসিন্দা পেশায় গ্রিলের মিস্ত্রী মফিজুল গাজির জন্য মেয়ের সম্বন্ধ পান পারবীনার মা মৌরজান। কোন রকম পণ ছাড়াই মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছিল পাত্র। তাই আর দেরি না করেই ওই পাত্রের সাথে মেয়ের বিয়ে ঠিক করে ফেলেন পারবীনার মা। কিন্তু মেয়ে যে আদৌ বিয়ে করতে চায়না, সেটা তিনি বুঝে উঠতে পারেন নি। অন্যদিকে এ বিষয়ে বারে বারে মামাদের কাছে বলে ও কোন লাভ না হওয়ায় শেষ পর্যন্ত নিজের বিয়ে বন্ধ করতে সহপাঠীদের সাহায্য নেয় ওই নাবালিকা। সহপাঠীরাই চাইল্ড লাইনের ১০৯৮ নম্বরে ফোন করে বিষয়টি জানালে দক্ষিণ ২৪ পরগনা জেলা চাইল্ড লাইনের কর্মীরা ও ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নাবালিকার বিয়ে বন্ধ করতে সক্ষম হয়। নিজেদের ভুল বুঝতে পেরে পুলিশের কাছে মুচলেকা ও দেন নাবালিকার না মৌরজান লস্কর। মেয়ে প্রাপ্ত বয়স্ক হলেই তবে তার বিয়ে দেবেন বলে জানিয়েছেন তিনি।
ক্যানিং চাইল্ড লাইনের সদস্য বান্টী মুখার্জী বলেন “অার্ন্তজাতিক নারী দিবসের প্রাক্কালে নারীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পেরে খুবই ভালো লাগছে। ।