শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নামখানা ব্লকে অনুষ্ঠিত হল চিনাই নাট্টোত্সব

News Sundarban.com :
মার্চ ৫, ২০১৮
news-image

নামখানা : নামখানা ব্লকে সাতমাইল বাজারে চিনাই নাট্টোত্সব কমিটির আয়োজনে অনুষ্ঠিত হল দুদিন ব্যাপি নাট্ট্যানুষ্ঠান। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমন্ত কুমার মালী, শিবরামপুর গ্রামপঞ্চায়েতের প্রাক্তন প্রধান বনবিহারী সামন্ত ও হিমাংশু মান্না, উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক নারায়ণ চন্দ্র প্রধান ও জোর্তিময় জানা, মদন মোহন গিরি, অর্দ্ধেন্দু ঘোড়ই, অজয় ভঞ্যা, বরুণ পাল, স্বপন ঘোড়ই, সুবোধ জানা, বীরেন্দ্র কৃষ্ণ পড়ুয়া, শ্রীদাম কুণ্ডু, বিমল বারুই, গোপাল জানা, বাচস্পতি মণ্ডল, অমিত দাস, প্রনব দাস, সৌমিত্র মণ্ডল, অপর্ণা পড়ুয়া, ভাস্কর মণ্ডল, ধনঞ্জয় দাস, অজয় কুমার মণ্ডল সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

দুইদিন ধরে চলে এই নাট্ট্য অনুষ্ঠান। নাট্টোগুলি হল, কলিকাতার রানীকুঠী আঙ্গিক অভিনীত গাঙপাড়। বারাসাত- বর্ণময় অভিনীত মানুষ জানে। ইছাপুর-ইছাপুর আলোয়া অভিনীত e মানবিক। কলিকাতার এবং নাট্টগোষ্ঠী অভিনীত অন্ধগলির রাজা। ১০ মাইল রোদন নাট্টগোষ্ঠী অভিনীত বৃক্ষ বসন্ত। সোদপুর কালমুকুর অভিনীত মৃতু্যদিন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন পঙ্কজ মাইতি।

ভিডিও