শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশের অর্থনীতির ট্রিপল মার্ডার করছে বাজেট : অভিষেক বন্দ্যোপাধ্যায়

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৭, ২০২০
news-image

স্টার্ট আপ ইন্ডিয়া, নিউ ইন্ডিয়া, খেলো ইন্ডিয়ার পর বিজেপির নতুন প্রকল্প বেচো ইন্ডিয়া। লোকসভা ঠিক এভাবেই মোদী সরকারের বিলগ্নিকরণের সিদ্ধান্তে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদের কথায়,”এখন কেন্দ্রীয় সরকারের সবচেয়ে বড় প্রকল্প বেচো ইন্ডিয়া। বিজেপি দেশভক্তির কথা বলছে, এদিকে আবার এলআইসি-র বিলগ্নিকরণ করছে।”

বাজেটে এলআইসি-র সরকারি অংশীদারিত্ব আইপিও-র মাধ্যমে বাজারে ছাড়ার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এর আগে বিপিসিএল, এয়ার ইন্ডিয়ার মতো রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে কেন্দ্র। সেই প্রসঙ্গে লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,”স্টার্ট আপ ইন্ডিয়া, নিউ ইন্ডিয়া, খেলো ইন্ডিয়ার পর এখন কেন্দ্রীয় সরকারের সবচেয়ে বড় প্রকল্প বেচো ইন্ডিয়া।দেশকে যাঁরা মা বলে ডাকেন, তাঁরাই মাকে নিলাম করছেন। মাকে রক্ষা করুন।”

বাজেটের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রীর ভাইপো। বলেন,”সরকার অভীষ্ট লক্ষ্য স্পষ্ট, কাউকে সন্তুষ্ট করতে না পারলে গুলিয়ে দাও। দেশে কোনও উন্নতি হয়নি। লোকে চাকরি হারাচ্ছে। জিডিপি গত ১১ বছরে সর্বনিম্ন ৪.৫ শতাংশের নীচে নেমে গিয়েছে। শাসক দল বিষ উগরে দিচ্ছে। রাজনৈতিক স্বার্থে ঘৃণা ছড়াচ্ছে।” অভিষেক আরও বলেন,”২০২০ সালের বাজেট ওরা ঐতিহাসিক বলছে। ঐতিহাসিক তো বটেই! ১৬০ মিনিট দীর্ঘ ভাষণ দিয়েছেন অর্থমন্ত্রী। ১১ বছরের নিম্ন জিডিপি। বিনিয়োগ নেই। দেশের অর্থনীতির ট্রিপল মার্ডার করছে বাজেট। দেশের আর্থিক অবস্থা নিয়ে আশঙ্কা করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।”  পশ্চিমবঙ্গের রেলপ্রকল্পগুলির বরাদ্দ নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক। তাঁর দাবি, পশ্চিমবঙ্গ রেলপ্রকল্প পিছু পেয়েছে মাত্র ১০০০ টাকা।