শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিংয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১৮, ২০১৮
news-image

ক্যানিংয়ে অনুষ্ঠিত হল এক স্বাস্থ্য পরীক্ষা শিবির।দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিং থানার রাজারলাট এলাকায় রাজকৃষ্ঞ অাদর্শ শিশু বিদ্যালয়ে  ক্যানিং শান্তি ব্যায়ামাগার অায়োজিত রবিবার সকালে স্বাস্থ্যপরীক্ষা শিবিরের অানুষ্ঠানিক সূচনা করেন মাতলা ২নং গ্রাম পঞ্চায়েত প্রধান উত্তম দাস। উপস্থিত ছিলেন মাতলা ১নং গ্রাম পঞ্চায়েত প্রধান তপন সাহা সহ বিশিষ্টরা।এদিন স্বাস্থ্য পরীক্ষ শিবিরে ৩৫ জনের ইসিজি,১১০জনের চক্ষু পরীক্ষা,২০০জনের স্বাস্থ্য পরীক্ষা,৭০জনের ব্লাড সুগার,১২০ জনের রক্তের গ্রুপ সহ ব্লাড প্রেসার পরীক্ষা করা হয় বিনামূল্যে। চিকিৎসা শেষে ৪৫জন কে বিনামূল্যে চশমা এবং অন্যান্য সকল কে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় আয়োজক সংস্থার পক্ষ থেকে।আয়োজক ক্যানিং শান্তি ব্যায়ামাগারের সম্পাদক প্রসেনজিৎ নস্কর বলেন “বর্তমান সমাজে প্রতিটি ঘরে ঘরে নানান রোগের বাসা বেঁধেছে,অনেকেই আবার সময় এবং অর্থনৈতিক সমস্যার জন্য সঠিক সময়ে  চিকিৎসা করাতে পারেন না ফলে তাঁরা যাতে চিকিৎসা পরিসেবা পেয়ে উপকৃত হন তার জন্য আমাদের ক্লাবের উদ্যোগে এমন স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন”।হিন্দুস্থান হেলথ পয়েন্ট ও তালদির আলোর দিশার বিশিষ্ট চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা শিবিরে চিকিৎসা করেন।এদিন প্রত্যন্ত এলাকার প্রায় ৮০০ মানুষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান।