ময়দান স্টেশনে ডাউন লাইনে ফাটল, ব্যাহত মেট্রো চলাচল

রবিবার কলকাতা মেট্রোয় বিপত্তি।ময়দান স্টেশনে ডাউন লাইনে ফাটল ধরা পড়ে।লাইনে ফাটল দেখা দেওয়ায় বেশ কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। তবে এই সময় টালিগঞ্জ থেকে কবি সুভাষ, পাশাপাশি গিরিশ পার্ক থেকে দমদম পর্যন্ত মেট্রো চলাচল করে বলেই মেট্রো সূত্রে খবর।
এদিন সওয়া ৩টে নাগাদ আপ লাইনে যাওয়ার সময় ময়দান ও পার্কস্ট্রিট স্টেশনের মাঝে একটি আওয়াজ শুনতে পান মেট্রোর চালক। সঙ্গে সঙ্গে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন মেট্রো আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। তারপর তাঁরাই লাইনের মাঝে ফাটল দেখতে পান। এরপরই ওই লাইনে ফাটল মেরামতির কাজ শুরু হয়। এরপর পৌনে ৬টা নাগাদ মেরামতির কাজ সম্পূর্ণ হলেই ফের ময়দান আপ লাইনে পরিষেবা শুরু হয়।