মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

স্টল ভাঙা কে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাওড়া স্টেশন চত্বরে

News Sundarban.com :
জানুয়ারি ২৭, ২০১৮
news-image

স্টল ভাঙা কে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাওড়া স্টেশন চত্বরে।আজ হাওড়া স্টেশন চত্বরের ১৯টি অস্থায়ী স্টল ভেঙে দেয় আরপিএফ।এর প্রতিবাদে হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখান ভেন্ডররা।তাঁদের সঙ্গে বিক্ষোভে যোগ দেয় স্থানীয় বিজেপি নেতৃত্ব। রেলের বক্তব্য, স্টেশনের উপরও ইস্টলগুলি অবৈধ ভাবে চলছিল।স্টেশনের অনেকটা জায়গা জুড়ে ছিল স্টলগুলি।ফলে ভিড় প্ল্যাটফর্মে যাত্রীদের যাতায়াতে অসুবিধা হচ্ছিল।যদিও ভেন্ডরদের সাফ দাবি, রেল কেটাকাদিয়ে বৈধলা ইসেন্স নিয়েই তাঁরা স্টল গুলি চালাচ্ছিলেন।তাঁদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ইস্টল গুলি কেউ চ্ছেদ করাহয়েছে।অবিলম্বে ওইস্টল গুলি কে মেরামতি করে ফের তাঁদের ব্যবসা করতে দেওয়ার দাবি জানিয়েছেন ভেন্ডররা।যদি ওরেলের দাবি, নোটিস দিয়ে স্টল ভাঙার কথা আগাম জানানো হয়েছিল।এদিন রেল স্টেশন চত্বরে ১৯টিস্টল ভাঙা হয়।