শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

উত্তর কোরিয়াকে যুদ্ধএর বার্তা দিয়ে মহড়া শুরু সিওলের

News Sundarban.com :
জানুয়ারি ১, ২০১৮
news-image

উত্তর কোরিয়াকে বার্তা দিয়ে যুদ্ধ মহড়া শুরু সিওলের। জাপান সাগরের কাছে মহড়া শুরু করল দক্ষিণ কোরিয়া। দু’দিন ধরে এই সামরিক মহড়া চালাবে তারা। এমনটাই দাবি করেছে টোকিও। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী এক বিবৃতিতে এই সামরিক মহড়াকে নিয়মিত বিষয় বলেও অভিহিত করা হয়। মহড়ায় অংশ নিয়েছে যুদ্ধজাহাজ। বছরে দু’বার এই মহড়া অনুষ্ঠিত হয় বলেও বিবৃতি উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মহড়ায় নৌ, বিমান বাহিনীর পাশাপাশি মেরিন কোর ও পুলিশসহ অন্যান্য বিভাগও অংশ নেবে। দক্ষিণ কোরিয় সীমানার মধ্যে শত্রু অনুপ্রবেশ ঠেকানোর লক্ষ্যে প্রতিরক্ষা মহড়া দোকদো অনুষ্ঠিত হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে উত্তর কোরিয়াকে বার্তা দিতেই এই মহড়া বলে মনে করা হচ্ছে। বিতর্কিত দ্বীপপুঞ্জের কাছে এ মহড়া চালানোকে কেন্দ্র করে সিওলের কাছে নিয়মিত প্রতিবাদ জানিয়ে আসছে টোকিও। প্রাকৃতিক সম্পদ ও গ্যাস সমৃদ্ধ দ্বীপপুঞ্জকে দক্ষিণ কোরিয়া ‘দোকদো’ বলে অভিহিত করলেও জাপান একে ‘তাতেশিমা’ বলে থাকে।