মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

হাউসফুল বলিউড বাদশা কিং খানের নতুন সিনেমা জওয়ান

News Sundarban.com :
সেপ্টেম্বর ৭, ২০২৩
news-image

সদ্য মুক্তি পেয়েছে বলিউড বাদশা কিং খানের নতুন সিনেমা জাওয়ান। আর এই জাওয়ান ঝড়ে শহর কলকাতার পাশাপাশি কাঁপছে দক্ষিণ ২৪ পরগনা জেলাও। জাওয়ান মুক্তি পাওয়ার দিন বাংলার প্রতিটি হল হাউসফুল। শাহরুখ ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। শুধুমাত্র শহর কলকাতায় নয়, শহর কলকাতা ছেড়ে এবার শাহরুখ ঝড় আছড়ে পড়েছে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে। বলিউড বাদশা দেশে বিদেশে ভক্তদের সংখ্যা কোটি কোটি। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে শাহরুখ খানের সিনেমা “জওয়ান “। শাহরুখ খানের ভক্তরা এদিন সকাল থেকেই হলের সামনে ভিড় জমিয়েছে। শাহরুখের কাট আউট জড়িয়ে ধরেই উৎসবে মত্ত তাঁরা। কেউ পা ধরে শুয়ে পড়লেন, আবার কেউ খেলেন চুমু। আবার কেউ জোর হাত করে প্রণাম সেরে নিলেন। ভক্তদের কান্ড কারখানায় জেরবার জওয়ান শাহরুখ। নেহাতই তিনি শারীরিক ভাবে উপস্থিত নেই।

ভারতীয় সিনেমার ইতিহাসে শাহরুখ এমনই একজন, যার ছবির জন্য ভোর পাঁচটার শো রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। শুধু সাধারণ মানুষরা নয়, টলিউডের পরিচালক থেকে তারকারাও কিং খানের শো দেখতে হাজির হয়েছিলেন। ফার্স্ট ডে ফার্স্ট শো মিস করা যাবে না। দেশ জুড়ে জওয়ান ঝড়!শাহরুখ খান বলে কথা। সিনেমাহলে দেখা মিলল অবিকল শাহরুখের ন্যায় ব্যান্ডেজ বাঁধা অনুরাগীদের। কেউ উঠে পড়লেন ছাদে, আবার কেউ উঠে পড়লেন ব্যানারের মাথায়। সব মিলিয়ে প্রথম দিনেই তুলকালাম।