শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার থেকে রাজপথে চলবে ইলেকট্রিক বাস

News Sundarban.com :
মার্চ ৭, ২০১৮
news-image

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী জুন মাস থেকে চলবে ইলেকট্রিক বাস। রাজ্যের ভারপ্রাপ্ত পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী  এই ঘোষণা করেছেন। মোট ৮০টি ইলেকট্রিক বাস চালানোর পরিকল্পনা রয়েছে দপ্তরের। ৪০টি ইলেকট্রিক বাস কেনার জন্য টেন্ডার প্রক্রিয়া শেষ। এই বাসগুলি রাস্তায় নামতে আরও তিনমাস লাগবে। এই ৪০টি বাসের মধ্যে ২০টি বাসের দৈর্ঘ্য ৯ মিটার এবং আসনসংখ্যা আনুমানিক ৩০। বাকিগুলি হবে ১২ মিটার লম্বা, আসন সংখ্যা হবে ৪০। এই দুই ধরণের বাসেই মানুষের দাঁড়ানোর জন্য যথেষ্ট জায়গা থাকবে।
শহরের বাস ডিপোগুলিতে ৩০টি ব্যাটারি চার্জার বসানো হবে। আরও ১০টি ফাস্ট ব্যাটারি চার্জার বসানো হবে কয়েকটি বাস টার্মিনালে।