শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কন্যা সন্তান জন্ম দেয়ার পর টেনিসে ফিরলেন মার্কিন কন্যা

News Sundarban.com :
ডিসেম্বর ৩০, ২০১৭
news-image

এক মাসেরও বেশি সময় কোর্টের বাইরে ছিলেন সেরেনা উইলিয়ামস। কন্যা সন্তান জন্ম দেয়ার পর শনিবার টেনিসে ফিরলেন এই মার্কিন কন্যা। নিজের প্রত্যাবর্তন ম্যাচে আবু ধাবিতে ইয়েলেনা ওস্তাপেঙ্কোর কাছে হেরে যান সেরেনা।

আবু ধাবিতে মুবাদালা ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপে ওস্তাপেঙ্কোর বিপক্ষে দারুণ শুরুর ইঙ্গিত দেয়ার পর প্রথম সেটেই হোঁচট খান সেরেনা। শেষ পর্যন্ত ৬-২, ৩-৬ (১০/৫) গেমে হেরে যান যুক্তরাষ্ট্রের কৃষ্ণকলি। প্রথম সেটে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ালেও টাই-ব্রেকে হেরে যান সেরেনা।

আবু ধাবিতে ম্যাচ শুরুর আগে সেপ্টেম্বরে পৃথিবীর মুখ দেখা কন্যা সন্তানকে দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেন সেরেনা। প্রত্যাবর্তন ম্যাচে হেরে গেলেও নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নারী টেনিসে রেকর্ড সর্বোচ্চ ২৩টি গ্র্যান্ডস্লাম জেতা এই মার্কিন তারকা।
ম্যাচ শেষে সেরেনা বলেছেন, ‘প্রত্যাবর্তনের প্রথম ম্যাচ সবসময়ই কঠিন; বিশেষ করে সন্তান জন্ম দেয়ার পর। তবে এখানে খেলতে পেরে আমি আনন্দিত।’

আগামী ১৬ জানুয়ারি অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবে। সেখানেই আসল চ্যালেঞ্জের মুখে পড়বেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেরেনা। গত বছরের শুরুতে আট সপ্তাহে প্রেগন্যান্সি নিয়ে ফরাসি ওপেনের শিরোপা জেতেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে।