বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজ্যে জুরে চলবে বৃষ্টি

News Sundarban.com :
আগস্ট ১, ২০১৮
news-image

রাজ্যে জুরে আরও দুদিন চলবে বৃষ্টি। গভীর নিম্নচাপ, মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবেই বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।
বর্ষার মরশুমে দোসর গভীর নিম্নচাপ। সঙ্গে শক্তিশালী ঘূর্ণাবর্ত। দুইয়ের প্রভাবে অব্যাহত বৃষ্টি। এই পরিস্থিতিেক আরও মজবুত করেছে সুবিস্তৃত মৌসুমি অক্ষরেখা। এমন মেলবন্ধন সাম্প্রতিক অতীতে ঘটেনি বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ৷বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ সংলগ্ন এলাকা – নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৷ কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে। রাতে বৃষ্টি হলে কমবে তাপমাত্রাও। তেসরা অগাস্টের পর তীব্রতা ও পরিমাণে কমলেও জারি থাকবে বৃষ্টি।