বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভিয়েনায় জঙ্গি হামলায় ৪ জনের মৃত্যু বড় আতঙ্কের ছাপ ফেলেছে বাসিন্দাদের

News Sundarban.com :
নভেম্বর ৭, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: গত সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জঙ্গি হামলায় ৪ জনের মৃত্যু বড় আতঙ্কের ছাপ ফেলেছে বাসিন্দাদের মনে।
এই অবস্থায় অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে মসজিদ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতিমধ্যে ‘রেডিক্যাল’ মসজিদ বন্ধ করে দেওয়ার ঘোষণা সকরা হয়েছে।
চলতি সপ্তাহে ভিয়েনায় ভয়াবহ হামলার জেরে নিরাপত্তার স্বার্থে একটি মসজিদ বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

পরবর্তী সময়ে আরও মসজিদ বন্ধ করা ঘোষণা করা হতে পারে।
এবিষয়ে অস্ট্রিয়া সরকারের স্বীকৃতিপ্রাপ্ত ইসলামিক ধর্মীয় সম্প্রদায় একটি বিবৃতি প্রকাশ করেছে ।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ওই মসজিদটি থেকে মৌলবাদী কাজকর্মে মদত দেওয়া হচ্ছিল বলে জানা গেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ওই মসজিদ ধর্মীয় মতবাদ ও গঠনতন্ত্রের নিয়ম ভেঙেছে।
ফলে দেশের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। তাই মসজিদ আপাতত বন্ধ রাখা হচ্ছে।

তবে শুধু অস্ট্রিয়া নয়, মসজিদ নিয়ে কড়া মনোভাব দেখাচ্ছে ফ্রান্সও।
ফ্রান্সের প্যারিসে রাস্তায় একজন শিক্ষকের মাথা কেটে নেওয়ার ঘটনার পরে মুসলিমদের নিয়ে কড়া হয়েছে ফ্রান্স সরকার।
ফরাসি সরকার মসজিদে তালা ঝোলাচ্ছে। মুসলিম সংগঠনগুলিকে বাতিল ঘোষণা করেছে। একটি হিসাব অনুযায়ী, ১২০টি বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।
পোস্ট বা ভিডিয়োর ওপর নজরদারি বাড়াতে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলির ওপরে চাপ তৈরি করা হচ্ছে।
ফ্রান্স ও ভিয়েনার ঘটনা প্রভাব ফেলতে পারে ইউরোপ মহাদেশের অন্যান্য দেশেও।