শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে শুরু হয়েছে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং এর কাজ

News Sundarban.com :
ডিসেম্বর ২১, ২০১৭
news-image

আর হাতে মাত্র কয়েকটি দিন, তার পরেই শুরু হয়ে যাবে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে তাই এই মুহূর্তে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের ব্যস্ততা তুঙ্গে। এ বছর দেশের কোথাও কুম্ভমেলা না থাকার কারণে অন্যান্য বছরের থেকেও অনেক বেশি পূন্যার্থী গঙ্গাসাগর মেলায় আসবেন বলেই দাবী করছে প্রশাসন। তবে মেলা প্রাঙ্গণে যাওয়ার জন্য যে মুড়িগঙ্গা নদী পার হয়ে লট নম্বর ৮ থেকে কছুবেরিয়া যেতে হয়। আর সেই মুড়িগঙ্গা নদীতে চড়া পড়ে নদীর নাব্যতা কমে যাওয়ায় দিনের মধ্যে অন্তত ছয় থেকে সাত ঘন্টা বন্ধ থাকছে নদীতে যাত্রী পারাপার। এই সমস্যাই ভাবাচ্ছে প্রশাসনিক আধিকারিকদের।

সমস্যা মেটাতে তাই ইতিমধ্যেই শুরু হয়েছে মুড়িগঙ্গা থেকে পলি ও বালি তোলার কাজ। গত এক সপ্তাহ ধরেই চলছে ড্রেজিং এর কাজ। এই কাজের জন্য সাতটি জেসিবি ও তিনটি ড্রেজার কাজ করছে। জেসিবির সাহায্যে নদী থেকে পলি মাটি, বালি তুলে তা ট্রাকে চাপিয়ে অন্যত্র নিয়ে ফেলা হচ্ছে।