শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নোট বাতিল ইস্যুতে ফের কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামছে তৃণমূল

News Sundarban.com :
অক্টোবর ২৬, ২০১৭
news-image

নোট বাতিল ইস্যুতে ফের কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামছে তৃণমূল কংগ্রেস । বুধবার নজরুল মঞ্চে দলের বর্ধিত কোর কমিটি সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আগামী ৯ নভেম্বর নোট বাতিলের প্রতিবাদে দেশজুড়ে ‘কালা দিবস’পালন করা হবে। দলের কর্মীদের প্রতি মমতার বার্তা, অনেক লড়াই-সংগ্রামের মাধ্যমে তৃণমূল দলটা তৈরি হয়েছে। যে কাজ জনগণের পক্ষে, সেই কাজ করতে হবে। নজরুল মঞ্চের ওই বৈঠকে হাজির ছিলেন দলের সমস্ত সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে দলের জেলা সভাপতি সহ সাংগঠনিক পদাধিকারীরা৷ ২৭ তারিখ ছট পুজো হওয়ায় এই আলোচনা সভা পিছিয়ে দেওয়া হয়। এ দিন শুরু থেকেই বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দোপাধ্যায়। বলেন, সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে বিজেপি। বাংলায় নয়, সারা দেশে সংবাদমাধ্যম এখন বিজেপির নিয়ন্ত্রণে। যে বিরোধিতা করছে, তাঁকেই এজেন্সির ভয় দেখাচ্ছে। এজেন্সির জোরে তৃণমূল ভেঙে দেবে, এত ক্ষমতা নেই বিজেপির । আর ভোটের আগেই সবসময় তিনটি পার্টি এক হয়ে যায়, রাম-‌শ্যাম-‌ঘনশ্যাম। তখন বিরোধিতা থাকে না। আগামী ৮ তারিখে ব্লকে ব্লকে কালা দিবস পালিত হবে, নোট বাতিলের প্রতিবাদে। কলকাতায় হবে একাধিক রালি।