শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্লু হোয়েল গেমের শিকার ষষ্ঠ শ্রেণির ছাত্র

News Sundarban.com :
আগস্ট ৩০, ২০১৭
news-image

ভারতে বাড়ল ব্লু হোয়েল গেমের শিকারসংখ্যা। রবিবার রাতে উত্তরপ্রদেশে ১৩ বছরের এক বালক গলায় দড়ি দিয়েছে।
হামিরপুর জেলার মৌদহ এলাকায় এই ঘটনা ঘটেছে। ছেলেটির নাম পার্থ সিংহ। সে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। মৃতু্যর সময় তার হাতে ছিল বাবার স্মার্টফোন, তাতে তখনও ব্লু হোয়েল গেম খোলা ছিল। গেমের শেষতম ৫০ ধাপে ছিল সে, তখন মডারেটর তাকে আত্মহত্যার নির্দেশ দেয়।
বাড়ির লোক বলছেন, শেষ কদিন ধরে ব্লু হোয়েল খেলছিল পার্থ। বাড়ির লোক বারণ করলে বাবার ফোনে সে খেলা শুরু করে। বাবা না থাকলে বা ঘুমোলেই সে তাঁর ফোনে ব্লু হোয়েল খেলত। রবিবার সন্ধেয় তার এক বন্ধুর জন্মদিনের নিমন্ত্রণে যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে না গিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে বসেছিল সে।
বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও পার্থ বার হচ্ছে না দেখে বাবা বিক্রম সিংহ দরজা ভেঙে দেখেন, ছেলে সিলিং ফ্যান থেকে ঝুলছে।
পুলিস জানিয়েছে, ব্লু হোয়েলের কারণেই এই মৃতু্য। ওই ফোনটি পাঠানো হয়েছে আইটি বিশেষজ্ঞদের কাছে। ফোনের কল রেকর্ড ও অন্য সব তথ্য পরীক্ষা করবেন তাঁরা।