রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রোভার প্রজ্ঞানকে আবার ঘুম থেকে জাগিয়ে তোলার কাজ শুরু করবে ইসরো

News Sundarban.com :
সেপ্টেম্বর ২২, ২০২৩
news-image

ভারতের চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানকে আবার ঘুম থেকে জাগিয়ে তোলার কাজ শুরু করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। আর সেই আশাতেই বুক বাঁধছে ইসরোর বিজ্ঞানীরা-সহ গোটা দেশ। তবে, ২২ সেপ্টেম্বর (শুক্রবার) নয়, বিক্রম ও প্রজ্ঞানকে ঘুম থেকে ওঠানো হবে ২৩ সেপ্টেম্বর।

চন্দ্রযান-৩ প্রসঙ্গে স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর নীলেশ দেশাই বলেছেন, “আগে আমরা ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় (প্রজ্ঞান) রোভার এবং (বিক্রম) ল্যান্ডারকে পুনরায় সক্রিয় করার পরিকল্পনা করেছিলাম, কিন্তু কিছু কারণে আমরা আগামীকাল ২৩ সেপ্টেম্বর তা করব। ল্যান্ডার এবং রোভারকে স্লিপ মোড থেকে বের করে আনার পরিকল্পনা রয়েছে আমাদের।… আমাদের রোভারটিকে প্রায় ৩০০-৩৫০ মিটারে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু কিছু কারণে, রোভারটি সেখানে ১০৫ মিটার সরে গেছে।