শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারী বৃষ্টিতে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা

News Sundarban.com :
সেপ্টেম্বর ২, ২০২৩
news-image

শনিবার দুপুর হতেই কালো মেঘে ঢেকে যায় আকাশ। এরপরেই ভারী বৃষ্টিতে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। সঙ্গে বজ্রপাতও হয় বেশ কিছু জায়গায়।

আবহাওয়াবিদরা বলছেন, বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে, সোমবার তৈরি হবে আরও একটি ঘূর্ণাবর্ত। তাই বৃষ্টি বন্ধ হওয়ার সম্ভাবনা নেই এখনও। শনিবার দুপুরের বৃষ্টিতে জলমগ্নও হয়ে গিয়েছে বেশ কিছু জায়গা। সোমবার বৃষ্টি হবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে।

 

উত্তরবঙ্গে হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। হাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অস্থান করছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে এটি। সোমবার নাগাদ তৈরি হবে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত। অন্ধ্রপ্রদেশ উপকূলে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং বাংলাদেশের পূর্বভাগেও রয়েছে ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা যেটি হিমালয়ের পাদদেশ অবস্থান করছে, সেটি শনিবার দক্ষিণবঙ্গের দিকে এগোবে বলে জানা গিয়েছে।