শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ কিছুটা উর্ধ্বমুখী

News Sundarban.com :
ডিসেম্বর ২১, ২০২৩
news-image

খুব বেশি দিন আর পাওয়া যাবে না শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৫ ডিসেম্বরের আগে আগামী কয়েক দিন তাপমাত্রা একটু বাড়তে পারে। এমনকি, স্বাভাবিকের উপরেও উঠতে পারে তাপমাত্রা। উত্তুরে হাওয়ার দাপট কিছুটা হ্রাস পাওয়া এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনার প্রেক্ষিতে পুবালি হাওয়ার প্রবেশ বৃদ্ধি পাওয়ায় আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ কিছুটা উর্ধ্বমুখী থাকবে বলে জানা গিয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা-সহ লাগোয়া জেলাগুলিতে তাপমাত্রার পারদ চড়লেও, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। পারদ চড়ার আগে বৃহস্পতিবার সকালেও শীতের আমেজ বেশ ভালোই মালুম হয়েছে। কনকনে শীত অনুভূত হয়েছে গ্রাম বাংলায়।