সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির রক্ষাকবচের মেয়াদ ফের বাড়াল আদালত

News Sundarban.com :
জুলাই ২৮, ২০২৩
news-image

ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির রক্ষাকবচের মেয়াদ বাড়ল। আগামী সাত দিনের মধ্যে তাঁকে গ্রেফতার করতে পারবে না পুলিশ।

শুক্রবার কলকাতা হাইকোর্টে নওশাদের বিরুদ্ধে ধর্ষণ মামলার শুনানি ছিল। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ নওশাদের রক্ষাকবচের মেয়াদ বাড়ায়। নওশাদের রক্ষাকবচ ছিল বৃহস্পতিবার পর্যন্ত। এরপর এই মামলা শুনবেন বিচারপতি চিত্তরঞ্জন দাসের ডিভিশন বেঞ্চ।

পঞ্চায়েত নির্বাচনের ঠিক তিন দিন আগেই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ দায়ের করেন এক তরুণী। থানায় অভিযোগ করতে অভিযোগকারিনীর আত্মীয়ের সঙ্গে থানায় গিয়েছিলেন সল্টলেক পুরসভার চেয়ারম্যান তথা দলের তরফে ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। ঘটনাকে রাজনৈতিক শোরগোল পড়ে যায়। যদিও এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে প্রথমেই ব্যাখ্যা দিয়েছিলেন নওশাদ।