রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ডেঙ্গি নিয়ে সতর্ক হতে রাজ্যের স্বাস্থ্য সচিবকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের

News Sundarban.com :
সেপ্টেম্বর ২৯, ২০২৩
news-image

ডেঙ্গি নিয়ে সতর্ক হতে রাজ্যের স্বাস্থ্য সচিবকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। চিঠিতে সতর্কতাব্যবস্থা বাড়াতে বলা হয়েছে। শনিবার মুখ্যসচিবের নেতৃত্বে নবান্নে ডেঙ্গি ও ম্যালেরিয়া নিয়ে ফের রিভিউ বৈঠক।

কেন্দ্রের আশঙ্কা সংক্রমণ আরও বাড়বে, হাসপাতালে রোগীদের সংখ্যাও বাড়বে, প্রস্তুত থাকতে হবে। অতিরিক্ত রক্তদান শিবিরের আয়োজন করতে হবে। আক্রান্তদের চিহ্নিত করতে ল্যাবরেটরি তৈরি রাখতে হবে।

স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে এই মুহূর্তে ডেঙ্গির সংক্রমণ আরও বাড়বে। প্রত্যেকটা হাসপাতালে ডেঙ্গি রোগীদের সংখ্যা বাড়বে। সেটা সামাল দেওয়ার জন্য প্রস্তুত থাকে অতিরিক্ত রক্তদান শিবিরের আয়োজন করতে হবে। ডেঙ্গি আক্রান্তদের বেশি করে চিহ্নিত করার জন্য ল্যাবরেটরি প্রস্তুত রাখতে হবে।