বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিটাউনের দুই অবিস্মরনীয় তারকারকে স্মরণ করে শুরু ১৮’ অস্কার

News Sundarban.com :
মার্চ ৫, ২০১৮
news-image

বিটাউনের দুই অবিস্মরনীয় তারকার নাম সদ্য প্রয়াতা অভিনেত্রী শ্রীদেবী এবং প্রয়াত অভিনেতা ও প্রযোজক শশী কাপুরের নাম উঠে এল ৯০ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে অনুষ্ঠান শুরুর আগে গোটা বিশ্বের দরবারে । ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এই দুই অভিনেতা-অভিনেত্রীর অবদান অনস্বীকার্য। এই দুই কিংবদন্তি তারকাকে স্মরণ করল হলিউডের বৃহত্তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান।এ বছর প্রয়াত কলাকুশলীদের মধ্যে অস্কারের পর্দায় ঝলসে ওঠে তাঁদের হাসিমুখ।সোমবার ডলবি থিয়েটারে শুরু হয় অস্কার প্রদান অনুষ্ঠান।সেরা ছবির পুরস্কার পেল দ্য শেপ অফ ওয়াটার। সেরা অভিনেতা গ্যারি ওল্ডম্যান, সেরা অভিনেত্রী ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড
দেখে নেওয়া যাক এবছর অস্কারের সম্মানে ভূষিত হলেন কারা :——
সেরা চলচ্চিত্র : Best Picture: “The Shape of Water”
সেরা পরিচালক : Guillermo del Toro, “The Shape of Water”

সেরা অভিনেতা : গ্যারি ওল্ডম্যান, “Darkest Hour”
সেরা অভিনেত্রী : Frances McDormand, “Three Billboards Outside Ebbing, Missouri”
সেরা সহ অভিনেতা : স্যাম রকওয়েল, “Three Billboards Outside Ebbing, Missouri”
সেরা সহ অভিনেত্রী : অ্যালিসন জেনি, “I, Tonya”
সেরা চিত্রনাট্য : “Get Out”
সেরা আধুনিক চিত্রনাট্য : “Call Me by Your Name”
সেরা চলচ্চিত্র সম্পাদনা : “Dunkirk”
সেরা সাউন্ড এডিটিং : “Dunkirk”
সেরা সাউন্ড মিক্সিং : “Dunkirk”
সেরা ভিস্যুয়াল এফেক্টস : “Blade Runner 2049″
সেরা অ্যানিমেটেড ফিচার : “Coco”
সেরা ডকু- ফিচার : “Icarus”
সেরা অ্যানিমেটেড শর্ট : “Dear Basketball”
সেরা লাইভ অ্যাকশন শর্ট : “The Silent Child”
সেরা ডকুমেন্টারি শর্ট : “Heaven Is a Traffic Jam on the 405”
সেরা প্রোডাকশন ডিজাইন : “The Shape of Water”
সেরা কস্টিউম ডিজাইন : “Phantom Thread”
সেরা মেক আপ অ্যান্ড হেয়ার স্টাইলিং : “Darkest Hour”
সেরা বিদেশি ভাষার ছায়াছবি : “A Fantastic Woman”