বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঠোঁটকে আরও মোহময়ী করে তোলার গোপন চাবিকাঠি

News Sundarban.com :
সেপ্টেম্বর ৪, ২০১৭
news-image

শুধু ত্বক ও মুখের যত্ন আপনার সৌন্দর্যেকে সম্পূর্ণ করে না। আপনার ঠোঁটেরও যত্নের প্রয়োজন। বেরোনর সময় ঠোঁটে একটু লিপস্টিক ঘসে নিলেই সুন্দর থাকে না ঠোঁট। এর জন্য প্রয়োজন নিয়মিত পরিচর্যা্।

১। জল
প্রথমত জল খান বেশি করে। জলে আপনার ত্বক ও ঠোঁট আর্দ্র থাকবে। ঠোঁট ফাটার প্রবণতাও কমবে।
২। ঘরোয়া টিপস
তেল গরম করে অল্প পরিমাণের চিনি দিয়ে দিন। চিনি বাদামী হয়ে গেলে তাতে নারকল তেল মিশিয়ে হাল্কা করে ঠোঁটের চামড়ার উপরে লাগিয়ে নিন। এতে আপনার ঠোঁটে রক্ত চলাচল বেড়ে যাবে। ফলে ঠোঁট আরও রক্তিম দেখাবে।
৩। লিপ বাম
স্নান করতে বা মুখ ধুতে যাওয়ার আগে ঠোঁটে ভালো করে লিপ বাম লাগিয়ে নিন। এর পরে উষ্ণ গরম জলে স্নান করুন। এতে আপনার ঠোঁট মসৃণ হবে।
৪। পেপারমিন্ট তেল
আপনার ঠোঁটকে লিপস্টিক না লাগিয়েই তাড়াতাড়ি লাল করতে চান? তাহলে ঠোঁটে অল্প পেপারমিন্ট তেল লাগিয়ে নিন। এতে আপনার ঠোঁটে অল্প জ্বালা বা অস্বস্তি হলেও লাল হবে খাসা।
৫। লিপ প্লাম্পার
প্রতিদিন একবার করে ভালো লিপ প্লাম্পার ব্যবহার করুন। ঠোঁটে এটি ব্যবহার করার সময় অবশ্যই মুখ যতোটা সম্ভব বড়ো করে খুলে রাখবেন। তাতে আপনার ঠোঁটের সম্পূর্ণ অংশে লিপ প্লাম্পার পৌঁছবে এবং আপনার ঠোঁটকে লাস্যময়ী করে তুলবে।