শনিবার, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আগাছায় ভরেছে কাকদ্বীপ আদালত চত্তর

News Sundarban.com :
আগস্ট ২৭, ২০২৩
news-image

নিজস্ব প্রতিনিধি,কাকদ্বীপ: বেহাল অবস্থা কাকদ্বীপ আদালত চত্বর। রক্ষনাবেক্ষণ অভাবে আগাছায় ভরে গিয়েছে আদালত চত্বরে থাকা জলাশয়ের চতুর্দিক। আইনজীবীদের অভিযোগ ২০১৫ সালে এই মডেল কোড শুরু হয় এই আদালতের রক্ষনাবেক্ষণ ভার গ্রহন করে SDB (সুন্দরবন ডেভলপমেন্ট বোর্ড) । কয়েক বছর আগে এক বার শুধু মাত্র আগাছা পরিষ্কার করা হয়েছিল।এই মুহূর্তে আদালত চত্বরে চতুর্দিক পরিষ্কার-পরিচ্ছন্ন অভাবে আগাছায় ভরে গিয়েছে ।

নোংরা আবর্জনায় ভর্তি হয়ে গিয়েছে, যার ফলে এই বর্ষাকালের মধ্যে মশা মাছি উপদ্রব বেড়েছে যার ফলে আদালত চত্বরে তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। আইনজীবীদের আরও অভিযোগ এই বিষয়ে একাধিকবার বিভিন্ন দপ্তরে লিখিত জানিও কোনরকম কাজ হয়নি।

পাশাপাশি বর্ষাকালে একটু বেশি বৃষ্টি হলেই আদালত চত্বরে জল জমে থাকে। প্রতিনিয়ত অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে কাকদ্বীপ মহকুমা আদালত চত্বর।