শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

২০২৪ সালের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে চান জো বাইডেন

News Sundarban.com :
নভেম্বর ২৩, ২০২১
news-image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে চান বলে জানিয়েছে হোয়াইট হাউস। সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এ কথা জানান।

বাইডেন আরেক মেয়াদে প্রেসিডেন্ট হতে নির্বাচন করতে চান বলে তিনি তার ঘনিষ্ঠ সহযোগীদের বলছেন-গণমাধ্যমে সম্প্রতি এমন প্রতিবেদন প্রকাশিত হয়।

বাইডেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সে বিষয়ে নিশ্চিত হতে এয়ার ফোর্স ওয়ানে জেন সাকিকে সাংবাদিকেরা প্রশ্ন করেন। জবাবে জেন সাকি বলেন, ‘হ্যাঁ, এটাই তার অভিপ্রায়।’

রিপাবলিকান পার্টির ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন প্রায় ৭৯ বছর বয়সী বাইডেন। চলতি বছরের ২০ জানুয়ারি দায়িত্ব নেন তিনি। তবে বাইডেনের গ্রহণযোগ্যতার হার কমছে। ওয়াশিংটন পোস্ট ও এবিসির জরিপ অনুযায়ী, তার গ্রহণযোগ্যতার হার কমে প্রায় ৪০ শতাংশে দাঁড়িয়েছে।