শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিংয়ের প্রত্যন্ত আদিবাসী অধুষ্যিত গ্রামে মানুষের সেবায় বেলঘোরিয়ার ‘টাচ’

News Sundarban.com :
আগস্ট ২৭, ২০২৩
news-image

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – সুন্দরবনের ক্যানিংয়ের নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের দুমকি পূর্বপাড়া।আদিবাসী অধুষ্যিত এলাকা।এলাকার মানুষের দুর্দশার কোন শেষ নেই।পরিযায়ী শ্রমিকের কাজ করে কোনরকমে দিন গুজরান করেন আদিবাসী পরিবার গুলো। লড়াই করে জীবনজীবিকা নির্ধারণের জন্য কোন বিপদকে তোয়াক্কা না করে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এলাকার আদিবাসী মানুষজন।এই সমস্ত অসহায় পরিবারের মানুষের কথা চিন্তাভাবনা করে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবী সংস্থা বেলঘোরিয়া “টাচ”।স্বেচ্ছাসেবী সংস্থা টাচ এর উদ্যোগে রবিবার দুপুরে ২৪ পরগনা জেলার ক্যানিং ১ ব্লকের নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের দুমকি পূর্বপাড়া গ্রামের শতাধিক দুঃস্থ অসহায় আদিবাসী পরিবারের হাতে তুলে দিলেন মশারি, ছাতা, ব্লিচিং পাউডার।পাশাপাশি এলাকার শতাধিক শিশুদের হাতে তুলেদিলেন খাবারের প্যাকেট।গ্রামের মানুষজন খুশি হয়েছে এই সমস্ত উপহার পেয়ে।

সোনা সর্দার,অনিল সর্দার,রতন সর্দার,মালো সর্দার’রা স্বেচ্ছাসেবী সংস্থা ‘টাচ’ এর কর্মযঞ্জে খুশি।তাঁদের দাবী, আদিবাসীদের কথা ভেবে আগে কেউ এমন উদ্যোগ নেয়নি।‘টাচ’ আমাদের পাশে দাঁড়িয়ে আগামী দিনেও সহযোগীতার হাত বাড়িয়ে দেবে আশ্বাস দিয়েছে। আমরা অত্যন্ত খুশি।’

প্রত্যন্ত গ্রামের আদিবাসী মানুষের পাশে দাঁড়াতে পেরে স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদিকা সন্দীপা নন্দী জানান “আমরা এভাবে গ্রামের মানুষের পাশে থাকতে চাই। আমরা বিগত ১০ বছর যাবৎ সুন্দরবনের বিভিন্ন এলাকার মানুষের কল্যাণের কাজ করে চলেছি।আগামী দিনেও আমাদের এই কর্মের অগ্রগতির ধারা সুন্দরবন মানুষের সেবায় নিয়োজিত রাখতেই এমন সুদীর্ঘ পথ চলতে চাই।বর্তমানে মশা,মাছি এবং সাপের উপদ্রব রয়েছে দুমকি পূর্বাপাড়া গ্রামে।তাঁদের কল্যানে রবিবার শতাধিক আদিবাসী পরিবারের হাতে ছাতা,মুশারী এবং ব্লিচিং পাউডার তুলেদিয়েছি।’

এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সর্বাণী বাগচি,সোমশুভ্র ঘোষ,নমিতা সাহা,লীলা দাস সহ অন্যান্যরা।