বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

প্লাস্টিক বর্জিত গ্রাম পঞ্চায়েত গড়তে বিশেষ সচেতনতা অভিযান শুরু হল বাসন্তী ব্লকে

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২৩, ২০২০
news-image

ক্যানিং: প্লাস্টিক বর্জিত গ্রাম পঞ্চায়েত গড়তে বিশেষ সচেতনতা অভিযান শুরু করলো সুন্দরবনের প্রত্যন্ত বাসন্তী ব্লকের চুনাখালি গ্রাম পঞ্চায়েত।শনিবার দুপুরে চুনাখালী গ্রাম পঞ্চায়েতের কর্মীরা আগামী ১৫ মার্চ হইতে চুনাখালী গ্রাম পঞ্চায়েতের সর্বত্র প্লাস্টিক ও থার্মোকল কঠোর ভাবে বর্জন করার স্থির লক্ষ্যমাত্রা রেখে সচেতনতা অভিযান প্রচার শুরু করেন চুনাখালী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বাজারহাট এবং গ্রামের মধ্যে।উল্লেখ্য বাসন্তীর বিডিও সৌগত সাহা প্লাস্টিক বর্জনে উদ্যোগ নেওয়ার জন্য বাসন্তী ব্লকের সবকটি পঞ্চায়েত কে মৌখিক ভাবে জানিয়েছিলেন শুক্রবার।পাশাপাশি আগামী দিনে আরও ব্যাপক ভাবে এই ব্লকের সর্বত্র এমন কর্মসূচি বাস্তবে রুপায়ন করার উদ্যোগ গ্রহণ করেন।বিডিও সৌগত সাহার উদ্যোগে সামিল হয়ে চুনাখালী গ্রাম পঞ্চায়েতের সকল কর্মচারী, স্বাস্থ্যকর্মী, আশা কর্মী, আই, সি, ডি, এস কর্মী, ভি, আর, পি সহ ভি. সি. ডি কর্মীরা প্রাস্টিক বর্জনের উদ্যোগ নিয়ে সচেতনার পদযাত্রা শুরু করেন। চুনাখালী বাজার এলাকায় পদযাত্রা হয়।জানাগেছে আগামী এক সপ্তাহের মধ্যে প্লাস্টি বর্জনের উপর জোর দিয়ে আরও বড় কর্মসূচি গ্রহণ করা হবে। সেখানে গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর উপস্থিত থাকবেন।এছাড়াও এলাকার সকল স্তরের জনপ্রতিনিধি, স্কুলের ছাত্র-ছাত্রী,বিভিন্ন স্তরের পেশায় যুক্ত সর্বস্তরের মানুষকে সামিল করে সচেতনতার বার্তা পৌঁছে দেবেন।এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন চুনাখালী গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহায়ক সুব্রত কুমার পাত্র, সচিব পলাশ কুমার সামন্ত,পঞ্চায়েত কর্মী দেবাশীষ বৈরাগী, স্বাস্থ্য সুপারভাইজার ঝর্ণা ব্যানার্জি, রুপালী প্রধান, উর্মিলা অধিকারী, হাসি দাস, অনিমা মাহাতো, মিঠু শিকদার, সুরঞ্জন সরদার, উদয় বল সহ অন্যান্যরা।আগামী দিনে প্রচার ক্যাসেট, লিফলেট বিলি সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত কর্মী দেবাশীষ বৈরাগী।এছাড়াও জোর করে কেউ প্লাসটিক ব্যবহার করলে ভবিষ্যতে পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন। গনসচেতনতা বৃদ্ধি করতে সব রকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এই চুনাখালি গ্রাম পঞ্চায়েত ।
সতর্কতার সাথে এমন প্লাস্টিক বর্জনের উদ্যোগ নেওয়ায় খুশি বাসন্তীর বিডিও সৌগত সাহা।