বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নিখোঁজ হয়ে যাওয়া ৭৬ টি শিশুকে উদ্ধার করেছেন তিনি

News Sundarban.com :
নভেম্বর ২০, ২০২০
news-image

এই মুহূর্তে দেশে সোস্যাল মিডিয়ায় সব থেকে ভাইরাল এবং আলোচিত চরিত্র। আক্ষরিক অর্থেই কামাল করেছেন দিল্লি পুলিসের এই লেডি হেড কন্সটেবল। শিশু পাচার চক্রের কবলে পড়ে নিখোঁজ হয়ে যাওয়া ৭৬ টি শিশুকে উদ্ধার করেছেন তিনি। আর তাতেই এক রাতে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছেন।

উত্তরপ্রদেশের একটি পাচার চক্রের ফাঁদে শুধু রাজধানী দিল্লিতেই ২০১৯ সালে গায়েব হয়ে গেছিল ৫৪১২টি শিশু। পরে এদের মধ্যে ৩৩৩৬টি শিশুকে খুঁজে পাওয়া যায়। ২০২০ সালে একইভাবে নিরুদ্দেশ হয়ে যায় ৩৫০৭ শিশু। পরে খুঁজে পাওয়া যায় ২৬২৯ জনকে। ২০০৬ সালে দিল্লি পুলিসের কন্সটেবল পদে যোগ দেওয়া সীমা।

২০১৪ সালে হেড কন্সটেবল হয়েছেন তিনি। এই শিশু পাচার RACKET-এর তদন্তভার পান এরপরই। তার তত্পরতায় এখনও পর্যন্ত ৭৬টি শিশুকে তুলে দেওয়া গেছে তাদের পরিবারের হাতে। কর্মকুশলতার এক নয়া নজির গড়ে সীমা ঢাকা এখন দেশের নতুন ভাইরাল আইকন।