সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিংয়ের দিঘীরপাড় পঞ্চায়েত বোর্ড যুবতেই আস্থা

News Sundarban.com :
আগস্ট ১০, ২০২৩
news-image

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – পঞ্চায়েত নির্বাচনে ক্যানিং ১ ব্লকে দিঘীরপাড় গ্রাম পঞ্চায়েতের ৩০ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন শাসক দলের প্রার্থীরা।পঞ্চায়েতের রাশ কার হাতে থাকবে সেই নিয়েই শুরু হয়েছিল জল্পনা।তবে সমস্ত জল্পনার অবসান হয় ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের উদ্যোগে।

আগামীর উন্নয়ণের জন্য যুব সম্প্রদায়ই একমাত্র ভরসা।সেই যুব সমাজের প্রতি আস্থা রেখে দিঘীরপাড় পঞ্চায়েত প্রধান এবং উপ প্রধান পদে নতুন মুখ সামনে আনলেন বিধায়ক।নব নির্বাচিত প্রধান পদে আসীন হলেন শিলাদিত্য রায়। পাশাপাশি উপপ্রধান পদে নির্বাচিত হলেন বিশ্ব দাস।উল্লেখ্য বৃহষ্পতিবার সকাল থেকে ১৪৪ ধারা জারী ছিল দিঘীরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকা।

এই পঞ্চায়েতে মোট আসন ৩০ টি।ভোটাভুটির মাধ্যমে প্রধান উপপ্রধান নির্বাচিত হয়।
এবিষয়ে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস বলেন “পঞ্চায়েত নির্বাচনের শুরুতেই বেশ কিছু লোকজন দিঘীরপাড় পঞ্চায়েত এলাকায় অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করে উত্তপ্ত করতে চাইছিল।কিন্তু দিঘীরপাড় পঞ্চায়েত এলাকার মানুষজন সচেতন হওয়ায় তাঁরা শান্তিতে বসবাস করতে চায়,তার জন্য অশুভ শক্তিকে প্রতিরোধ করে অমাদের কে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছেন।আগামীতে যাতে করে বেশি উন্নয়ণ হয় সেদিকেই নজর দেবে যুব সমাজ।’
নব নির্বাচিত পঞ্চায়েত প্রধান শিলাদিত্য রায় জানিয়েছেন, ‘সাধারণ মানুষ মা-মাটি-মানুষের প্রতি আস্থা রেখেছেন।পঞ্চায়েত এলাকার মানুষ যাতে কোন ভাবে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই ব্যবস্থা প্রথমেই গ্রহণ করবো। পাশাপাশি এলাকার মানুষের সুখ দুঃখে সর্বদাই সামিল হয়ে আগামী দিনে দিঘীরপাড় পঞ্চায়েত কে শীর্ষস্থানে নিয়ে যেতে চাই।’