শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আমেদাবাদের কোভিড হাসপাতালে আগুন লেগে ৮ করোনা রোগীর মৃত্যু

News Sundarban.com :
আগস্ট ৭, ২০২০
news-image

গুজরাটের আমেদাবাদের কোভিড হাসপাতালে আগুন লেগে ৮ করোনা রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে হাসপাতালটিতে আগুন লাগে।

জানা গেছে, গুজরাটের নবরঙপুর এলাকার বেসরকারি শ্রেই হাসপাতালের আইসিইউতে আগুন লাগে। আগুনে আইসিইউতে ভর্তি আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন নারী।  হাসপাতালের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের সময় ৫০ শয্যাবিশিষ্ট ওই হাসপাতালে ভর্তি ছিলেন মোট ৪৫ জন করোনা রোগী। তাদের উদ্ধার করে সর্দার বল্লভভাই প্যাটেল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে ওই আগুন লেগেছে। আট রোগীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, আমেদাবাদের হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনাটি জানতে পেরে আমি অত্যন্ত দুঃখিত।

মৃতদের  পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতরা দ্রুত সেরে উঠুন। পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ও মেয়রের সঙ্গে কথা বলেছি। প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব রকম সাহায্যের ব্যবস্থা করছে। এদিকে প্রধানমন্ত্রী কার্যালয় থেকেও এই অগ্নিকাণ্ডের পর টুইট করে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।-এনডিটিভি