মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারী বৃষ্টিতে প্রায় পর্যটক শূন্য পাহাড়, টয়ট্রেন পরিষেবা বন্ধের সিদ্ধান্ত

News Sundarban.com :
জুলাই ১৯, ২০২৩
news-image

ভারী বৃষ্টিতে প্রায় পর্যটক শূন্য পাহাড়। তাই আগস্ট পর্যন্ত টয়ট্রেন বন্ধের সিদ্ধান্ত উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষের। রেল দফতর সূত্রে জানা গেছে, ফি বছর বর্ষার সময় পাহাড় প্রায় পর্যটকশূন্য থাকে। এই পরিস্থিতিতে যদি টয় ট্রেন চালানো হয় তবে রেল দফতরকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।

দার্জিলিং, বাতাসিয়ালুপ এবং ঘুমের সংযোগকারী টয় ট্রেন পরিষেবার মধ্যে ৩ টি স্টিম ইঞ্জিন ও ১ টি ডিজেল ইঞ্জিন চলে। এই ৪টি জয় রাইডই আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। তবে দার্জিলিং ও ঘুমের মধ্যে অন্য আরও কয়েকটি স্টিম এবং ডিজেল চালিত জয় রাইড পরিষেবা জারি থাকছে। এছাড়াও হাওয়া অফিস সূত্রে ভারী বৃষ্টির যে সর্তকতা রয়েছে তাও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে রেল। সম্প্রতি হিমাচল প্রদেশের ভারী বৃষ্টি, কার্যত ধ্বংস স্তূপে পরিণত করেছে রাজ্যকে। প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে রেলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পর্যটক মহল।