বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রতিদিন ৬০০জন বন্যা দুর্গতদের খাওয়াচ্ছে হরিণবাড়ি জাগ্রত সঙ্ঘ

News Sundarban.com :
মে ৩০, ২০২১
news-image

নিজস্ব প্রতিনিধি: আমাদের দেশ তথা রাজ্যের পূর্ন তীর্থস্থান সাগরদ্বীপ আজ ইয়াস নামক ঘুরনি ঝড়ের দাপটে প্রায় ৫০ শতাংশ স্থান আজ নোনা জলের তলায়। বন্যার আকার ধারণ করেছে। বহু মানুষ এখনো জলবন্দি হয়ে পড়েছে।

নিজের বসত বাড়ি বলতে কিছুই নেই। সব হারিয়ে তারা আশ্রয় নিয়েছেন flood center কিংবা বিদ্যালয়ে। খাওয়ার, পানীয় জল, কিছুই নেই, পুকুরের মাছ, ফসল, পানের বারোজ, বাড়ি ঘর হারিয়ে তারা আজ নিঃস্ব।

সেই সর্ব হারা মানুষদের পাশে দাঁড়িয়েছে হরিণবাড়ি জাগ্রত সঙ্ঘ। এই জাগ্রত সঙ্ঘের সকলের সহযোগিতায় প্রতিদিন ৬০০জন বন্যা দুর্গত মানুষদের রান্না করা খাবার বিতরণ করে চলেছে।

এই প্রসঙ্গে জাগ্রত সঙ্ঘের সদস্য সন্দীপ দাস, আশিস মহতা, অশোক মহাপাত্র জানান, এইরকম পরিস্থিতিতে আজ মানুষের সেবা করাটাই আমাদের মূল লক্ষ্য। আজ আমরা ৬০০ জন কে খাইয়েছি। আমরা চেষ্টা করছি আগামী দিনে আরও বেশি সংখ্যক বন্যা দুর্গত মানুষদের কে খাওয়াবো।