রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দিনহাটায় নিহত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে পুলিশ-প্রশাসনকে কার্যত তুলোধোনা নিশীথ প্রামাণিকের

News Sundarban.com :
জুন ১৮, ২০২৩
news-image

কোচবিহারের দিনহাটায় নিহত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে পুলিশ-প্রশাসনকে কার্যত তুলোধোনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। শনিবার গভীর রাতে খুন হন দিনহাটা ২ ব্লকের কিশামতদশগ্রাম গ্রাম পঞ্চায়েতের টিয়াদহ গ্রামের বাসিন্দা বিজেপি কর্মী শম্ভু দাস। বাড়ির পেছনে ছুরিকাহত অবস্থায় তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এদিন শম্ভু দাসের পরিবারের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান নিশীথ প্রামাণিক। কেন্দ্রীয় মন্ত্রীকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত শম্ভু দাসের পরিবারের লোকজন। তাদের শান্তনা দিয়ে নিশীথ মূলত নিশানা করেন উদয়ন গুহ ও পুলিশকে।
নিশীথের দাবি, দেহ পোস্টমর্টেম হওয়ার আগেই এই মৃত্যুর সঙ্গে প্রণয়ের সম্পর্ক জুড়ে দিয়েছে পুলিশ। নাম না করে উদয়ন গুহকে কটাক্ষ করেন নিশীথ। উদয়ন জানিয়েছিলেন, প্রণয়ঘটিত কারণেই ওই যুবকের মৃত্যু হয়েছে। নিশীথ বলেন, দিনহাটার কুখ্যাত নেতারা এই মৃত্যু নিয়ে উপহাস করছে তা লজ্জাজনক। বাংলায় আইন-শৃঙ্খলা নেই বলেও অভিযোগ করেন নিশীথ। একেরপর এক হত্যালীলা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জানান, বাংলায় অরাজকতা চলছে, যেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে তিনি নিজে আক্রান্ত সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই পরিস্থিতিতে রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেন নিশীথ।