বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিমানের চাকা আটকে বিপত্তি, রক্ষা ৯৫ যাত্রীর

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৪, ২০১৭
news-image

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল জোরহাট-গুয়াহাটি-কলকাতা বিমান। রক্ষা পেলেন ৯৫ জন যাত্রী ও বিমানকর্মীরা। রোউরিয়া বিমানবন্দরে মঙ্গলবার অবতরণের সময় রানওয়েতে বিমানটি পিছলে যায়। বিমানবন্দরের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-র স্টেশন ডিরেক্টর প্রভাকর মিশ্র জানিয়েছেন, জেট কানেক্টের ৭০৪৮ বিমানের সমস্ত যাত্রীকেই নিরাপদে নামানো হয়েছে। তাঁরা সুরক্ষিত রয়েছেন।
জানা গিয়েছে, মঙ্গলবার অবতরণের পর রানওয়ের পার্কিং বে-র দিকে যাওয়ার সময় প্রথমে ডানদিকে মোড় নেওয়ার সময় বিমানটি পিছলে যায়। বিমানটির সামনের চাকা মাটিতে আটকে গিয়েই এই বিপত্তি। সামনের চাকা আটকে যাওয়ায় বিমানটি নিচু হয়ে যায়। ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সঙ্গে সঙ্গে সামাল দেওয়া হয়। ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়।

আরও দেখুন