মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

২১শে ফেব্রুয়ারি

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২১, ২০১৮
news-image

শ্রেয়শ্রী ব্যানার্জী:

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস, বাংলা ভাষার মান কে অক্ষত রাখতে বাংলাদেশের একদল তরুণের রক্তে রাঙা হয়ে ছিল আজকের এই দিন। আমাদের মাতৃ ভাষা বাংলা ,তাই রাজ্য জুড়ে হইহই করে পালল করা হচ্ছে দিনটিকে। আবার রাত পোহালে এই আমরাই ছুটবো ইংরেজির হাত ধরে। আদৌ কী বাঙালিরা অন্তর থেকে নিজেদের মাতৃভাষাকে সন্মান করে? বাঙালি ভোগে হীনমন্যতায়। সমাজে নিজের স্টেটাস বজায় রাখতে বলতে হবে ইংরাজী। প্রতিদিন ছুটে চলেছে ইংরেজি ভাষার পিছনে। বাবা মায়েরাও ভাবেন তাদের সন্তানদের আধুনিক বানাবো,আর তা করতে গিয়ে তারা নিজেদের ঐতিহ্য সংস্কৃতিকে ভুলতে বসেছে। আধুনিক হওয়া মানে এই নয় যে নিজের ঐতিহ্য সংস্কৃতি বাদ দেওয়া। বাংলা ভাষাটা না জানাকে অনেকে গর্বের বলে মনে করে, এটা বাঙালি জাতির কাছে অত্যন্ত ল্জ্জার। আজ শোনা যায় ইস্কুল বলে দিয়েছিল বাড়িতে ইংরেজি ছাড়া অন্য কিছু বললে সন্তান ইংরেজি শিখবে না। ইংরেজি না শিখলে সমাজে মাথা উচু করে চলতে পারবে না।
এই ভাষাই নোবেল পেয়েছে,আর আমরাই কিনা এই সংস্কৃতিকে অবহেলা করি। আজ্কের মানুষ রবীন্দ্রনাথ-নজ্রুল- জীবনানন্দ-শক্তি্কে চেনেনা, তারা জানে আগাটাক্রিস্পি-শেলি-শেক্সপিয়রকে। এরা মৃনাল-ঋত্বিক-সত্যজিৎকে চেনেনা, ভাদু-টুসু -বাউল শোনেনা তারা জেলো- জাসনিট্নের গান শোনে। এরা পিঠে-পুলিতে অভ্যস্ত নয়, কেক প্রস্ট্রি খেতে সচ্ছ্ন্দ। এদেশে বিদেশিরা ঐতিহ্য সংস্কৃতি নিয়ে জানতে শিকতে কাজ করতে আসে। নিজেদের ভাষা-সংস্কৃতিকে দূরে ঠেলে দিচ্ছি।