বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কার দখলে কর্ণাটক

News Sundarban.com :
মে ১১, ২০১৮
news-image

কার দখলে কর্ণাটক, রাহুল গান্ধী না নরেন্দ্র মোদির? আগামিকালই কর্ণাটকবাসী ভাগ্য নির্ধারণ করবে রাহুল গান্ধী এবং নরেন্দ্র মোদির ৷ কিন্তু তার আগেই করা হল প্রাক নির্বাচনী সমীক্ষাতেই স্পষ্ট যে কর্ণাটকে গেরুয়া শিবিরকে পিছনে ফেলে এগিয়ে যাবে কংগ্রেস ৷ কর্ণাটকে ২২৫টি আসনের মধ্যে নির্বাচন হবে ৷ যার ম্যাজিক ফিগার ১১৩ ৷ এগুলির মধ্যে একটি আসনে অ্যাঙ্গো-ইন্ডিয়ান সম্প্রদায়ের প্রতিনিধিকে নির্বাচিত করেন রাজ্যপাল ৷ যার জন্য ২২৪ টি আসনে করা হবে নির্বাচন ৷ ১২ মে কর্ণাটক বিধানসভা নির্বাচন হতে চলেছে এবং আগামী ১৫ মে ভোট গণনার দিন স্থির হয়েছে ৷

কিন্তু তার আগেই বিভিন্ন সংবাদ সংস্থা প্রাক নির্বাচনী সমীক্ষা অনুযায়ী, নির্বাচনে কংগ্রেস পেতে পারে ৯১টি আসন ৷ অন্যদিকে, বিজেপি পেতে পারে ৮৯টি আসন ৷ অপরদিকে, জেডি-র ঝুলিতে আসতে পারে ৪০টি আসন ৷
ইন্ডিয়া টু’ডে-র সমীক্ষা অনুযায়ী, নির্বাচনে কংগ্রেস পেতে পারে ৯০-১০১টি আসন ৷ অন্যদিকে, বিজেপি পেতে পারে ৭৮-৮৬টি আসন ৷ অপরদিকে, জেডি-র ঝুলিতে আসতে পারে ৩৪-৪৩টি আসন ৷
নিউজ এক্স এবং সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী, নির্বাচনে কংগ্রেস পেতে পারে ৯০টি আসন ৷ অন্যদিকে, বিজেপি পেতে পারে ৮৭টি আসন ৷ অপরদিকে, জেডি-র ঝুলিতে আসতে পারে ৩৯টি আসন ৷ এছাড়া অন্যান্যদের ক্ষেত্রে ৭টি আসন পেতে পারে ৷
এবিপি নিউজের সমীক্ষা অনুযায়ী, নির্বাচনে কংগ্রেস পেতে পারে ৯৭টি আসন ৷ অন্যদিকে, বিজেপি পেতে পারে ৮৪টি আসন ৷ অপরদিকে, জেডি-র ঝুলিতে আসতে পারে ৩৭টি আসন ৷
ইন্ডিয়া টিভি-র সমীক্ষা অনুযায়ী, নির্বাচনে কংগ্রেস পেতে পারে ৯৬টি আসন ৷ অন্যদিকে, বিজেপি পেতে পারে ৮৫টি আসন ৷ অপরদিকে, জেডি-র ঝুলিতে আসতে পারে ৩৮টি আসন ৷