সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নামখানায় শান্তিপূর্ণ ভাবে শেষ হল মনোনয়ন জমা দেওয়ার কাজ

News Sundarban.com :
জুন ১৫, ২০২৩
news-image

নিজস্ব প্রতিনিধি, নামখানা: রাজ্যে পঞ্চায়েত ভোটের দামামা বেজে গেছে আগামী ৯ থেকে ১৫ জুন পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় ছিল। আগামী ৮ই জুলাই পঞ্চায়েত ভোট। এই মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে রাজ্যের একাধিক জায়গায় হিংসাত্মক ঘটনার ছবি উঠে এসেছে। কোথাও রাজনৈতিক দলের কর্মীরা লাঠি হাতে, আবারো কোথাও চলেছে গুলি, বোমা। এমনকি প্রাণ হারাতে দেখা গেছে ।

কিন্তু নামখানা ব্লকে ঠিক তার উল্টো চিত্র। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা তে সব দলের প্রার্থীরা বিনা বাধায় মনোনয়নপত্র জমা দিল। কোথাও কোন অশান্তির ছবি পাওয়া যায়নি। প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীরা মিলেমিশে মনোনয়নপত্র জমা দিয়েছে।সব দলের কর্মীদের মুখে একটাই কথা সারা রাজ্যে হিংসা ছড়ালেও আমাদের নামখানা ব্লকে শান্তি বজায় ছিল। আমরা সবাই মিলেমিশে মনোনয়নপত্র জমা দিয়েছি। আশা করি ভবিষ্যতেও শান্তি বজায় থাকবে।