শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁকুড়া বাঁধনা পরব গরুর শক্তি প্রদর্শন

News Sundarban.com :
নভেম্বর ১৬, ২০২০
news-image

মৌসুমী চ্যাটার্জী,  বাঁকুড়া: 

বাঁকুড়া জেলা জুড়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা আজ কার্তিক মাসের সংক্রান্তি থেকে অজ্ঞান মাসের পূর্ণিমা পর্যন্ত চলে এই বাঁধানা পরব।  বিভিন্ন দিনে আদিবাসীদের বিভিন্ন গ্রামে হয় এই উৎসব । তাছাড়াও পৌষ মাসের পূর্ণিমা পর্যন্ত রীতি রেওয়াজ পঞ্জিকা মতে পালন করা হয় এই বাঁধানা পরব।

এই উৎসবকে ঘিরে চলে একটু আনন্দ ফুর্তি আত্মীয়স্বজনদের আনাগোনা। বন্ধুত্বতা ঝালিয়ে নেওয়ার পালা। মূলত এই উৎসবে বারো মাস ষাঁড় গরু গুলোকে চাষের যোগ্য করে তোলার পর কতটা কার গরুর ক্ষমতা সেটাই প্রদর্শন করে দেখে নেওয়া হয় ।একটি গরুর চামড়া নিয়ে গরুর সামনে গরুকে গান শুনিয়ে গরুকে উত্তেজিত করে তার সঙ্গে চলে লড়াই ও শক্তি প্রদর্শন।

এই প্রদর্শন করতে গিয়ে অনেক সময় আহত হয় লড়াকু চাষিরা ।তাতে কোন আসে যায় না।  এটাই নাকি তাদের আনন্দ তাতেই খুশি আদিবাসী সমাজের মহিলা থেকে পুরুষ।