বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পুলিশ এবং গোয়েন্দাদের চিন্তা বাড়িয়ে কলকাতায় মাদক চক্রে মিলল চিনা যোগ

News Sundarban.com :
জুন ৩০, ২০১৮
news-image

এবার পুলিশ এবং গোয়েন্দাদের চিন্তা বাড়িয়ে কলকাতায় মাদক চক্রে মিলল চিনা যোগ ! নিষিদ্ধ পার্টি ড্রাগ চিন থেকে এনে দিল্লি ও মুম্বইয়ে পাচারের ছক কষছিল পাচারকারীরা ৷ এই ঘটনায় ৫ চিনা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ ৷ গোপন সূত্রে খবর পেয়ে, শনিবার দুপুরে কলকাতা স্টেশনে অভিযান চালায় পুলিশ ৷ শিয়ালদহ থানার জিআরপি এবং এনসিবির যৌথ অভিযানে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের কাছ থেকে ১৯৭ কেজি অ্যামফেটামিন উদ্ধার হয়েছে ৷ যার আনুমানিক মূল্য প্রায় ৪০ কোটি টাকা বলে নারকোটিক বিভাগ সূত্রে খবর ৷ পুলিশের প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, ২২ জুন ভারতে আসেন ধৃতরা ৷ দিল্লি ও মুম্বইয়ে মাদক পাচারের ছক ছিল ৷ চিন থেকেই আনা হয় এই পার্টি ড্রাগ ৷ একইসঙ্গে তাদের কাছ থেকে মিলেছে ২টি চিনা ও ৩টি ভারতীয় সিম কার্ড ৷ আরও ২টি সিমকার্ডের তথ্য মেলেনি ৷ এছাড়াও তাদের কাছ থেকে মিলেছে নকল পাসপোর্ট ও ভিসা ৷ অ্যামফেটামিন ড্রাগ সাধারণত পার্টির সময় ব্যবহার করা হয়ে থাকে ৷ কলকাতার পার্টিগুলোতে কি আদৌ পাচার করা হত ড্রাগগুলিকে ? সেই বিষয়টিও তদন্ত করছে পুলিশ ৷

আজকের তরুণ প্রজন্ম হাই-ফাই লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে পড়ছে। নিজেদের সাধ্যের বাইরে গিয়ে উশৃংখল জীবনযাপন করছে। কিন্তু বাড়ি থেকে হাতখরচে পোষাচ্ছে না ৷ তাই মাদক পাচারে ক্রমশ নাম জড়াচ্ছে শহরের নামী দামী কলেজের পড়ুয়াদের ৷