শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রেল ‌যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ট্রেনে ও স্টেশনে বসানো হচ্ছে সিসিটিভি

News Sundarban.com :
জানুয়ারি ২২, ২০১৮
news-image

রেল মন্ত্রক রেল ‌যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ঢালাও ব্যবস্থা নিচ্ছে । সূত্রে খবর, এর জন্য প্রয়োজনীয় বরাদ্দ এবার বাজেটেই করা হবে বলে জানায় রেল মন্ত্রক । দেশের ১১ হাজার ট্রেনে ও সাড়ে ৮ হাজার স্টেশনে বসানো হচ্ছে সিসিটিভি। এর জন্য খরচ হবে ৩ হাজার কোটি টাকা। প্রতিটি কোচের প্রবেশপথ, ভেস্টিবিউল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারির ব্যবস্থা করা হবে। বর্তমানে দেশের ৫০টি ট্রেন ও ৩৯৫টি স্টেশনে সিসিটিভি বসানো হয়েছে। রেল মন্ত্রকের এক বরিষ্ঠ আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, আগামী ২ বছরের মধ্যে রাজধানী, শতাব্দীর মতো প্রিমিয়ার ট্রেন সহ কয়েক হাজার লোকাল ট্রেনেও সিসিটিভি বসানো হবে। এক একটি কোচে থাকবে ৮টি সিসিটিভি। বিপুল ওই বাজেট সংগ্রহ করার জন্য বাজার থেকেও তহবিল সংগ্রহ করা হতে পারে। ‌যাত্রী সাচ্ছন্দের দিকেও নজর দেওয়া হচ্ছে।
২০১৭ সালে হওয়া একাধিক ট্রেন দুর্ঘটনার কথা মাথায় রেখে রেলের নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে রেল মন্ত্রক। এবার রেল বাজেটেই এর জন্য প্রয়োজনীয় বরাদ্দ করবেন অরুণ জেটলি। -২৪ঘন্টা